Sunday, November 29, 2009

তুমি দেখেছো কি?

নীল আকাশের নীচে এই পৃথিবী,
আর পৃথিবীর পরে ওই নীলাকাশ
তুমি দেখেছো কি?

আকাশ আকাশ শুধু নীল
ঘননীল নীলাকাশ
সেই নীল মুছে দিয়ে আসে রাত
পৃথিবী ঘুমিয়ে পরে
তুমি দেখেছো কি?

তুমি রাতের সে নীরবতা
দেখেছো কি?
শুনেছো কি রাত্রি কান্না?
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?

নিবীর আঁধার নেমে আসে
ছায়াঘন কালো রাত
কলরব কোলাহল থেমে যায়
নিশীথ প্রহরী জাগে
তুমি দেখেছো কি?

এই বেদনার ইতিহাস শুনেছো কি?
দেখেছো কি মানুষের অশ্রু?
শিশিরে শিশিরে ঝরে
তুমি দেখেছো কি?

অসীম আকাশ তারই নীচে
চেয়ে দেখো ঘুমোয় মানুষ,
জাগে শুধু কতো ব্যথা হাহাকার
ছোটো ছোটো মানুষের আশা,
কে রাখে খবর তার?
তুমি দেখেছো কি?

আর শুনেছো কি মানুষের কান্না
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?

নীল আকাশের নীচে এই পৃথিবী,
আর পৃথিবীর পরে ওই নীলাকাশ
তুমি দেখেছো কি?

No comments:

Post a Comment

FIFA.com - Latest Photos

FIFA.com - FIFA World Cup Qualifiers

FIFA.com - Latest News

FIFA.com - Men's Football World Ranking